এখন খুব সহজেই বাচ্চারা বিভিন্নরকম স্ক্রিনে আসক্ত হয়ে পরছে।
তাই আমি আগে থেকেই কিছুটা সতর্কতার সাথে চেষ্টা করছি যেনো এটা আমার মেয়ের ক্ষেত্রে এমন না হয়।
অবশ্যই সে টিভি দেখবে কিন্তু যেনো এমন না হয় যে টিভি মোবাইল ছাড়া কিছুই ভালো লাগে না।
তাই আমি যেগুলো ফলো করি খুব সাধারণ ব্যাপার। চাইলে আপ্নারাও চেষ্টা করতে পারেন।উপকার পাবেন ইন শা আল্লাহ। 💚💚