আমার মেয়ে নম্র এসেছে দারুণ একটা জায়গায় /Baby Square এ কিকি করলো সে?বলবো এখানকার সব তথ্য।

Опубликовано: 29 Январь 2024
на канале: Ayon
418
7

আসসালামুয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি।আমার বিড়ালরাও আলহামদুলিল্লাহ ভালো আছে।
বিড়ালদের পাশাপাশি আমি আমার মেয়ে নম্র'র ব্যাপারেও চেষ্টা করি অনেককিছুই খেয়াল রাখতে।তার মধ্যে অন্যতম হলো,ও যেনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইজে আসক্ত না হয়।তাই সেগুলো থেকে দূরে থাকতে বেবিকেও পর্যাপ্ত সময় দেয়ার চেষ্টা করি নানা ব্যস্ততার মধ্যেও।চার দেয়াল থেকে বাইরের জগতের সাথে সরাসরি পরিচয় করাতে চাই,সামাজিক কর্মকান্ডের মধ্যে দুরুত্ব কমাতে চাই।
আমাদের চেষ্টাটুকু অন্তত করতে হবে বাকিটা আল্লাহর হাতে।
সবাই পাশে থাকবেন।দোয়া করবেন আমার বাচ্চা আর আমার পরিবারের জন্য।আমার বিড়ালরা আমার মেয়ে নম্র'র বহু আগে আমার জীবনে এসেছে।তাই কারো গুরুত্ব আমার কাছে কম না।সমান।তাই আমার বাচচাদের নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে সবসময় চেষ্টা করবো ভিডিও বানাতে যেনো আপনাদেরও কাজে আসে।
ভালো থাকবেন।
আল্লাহ হাফেয।💚💛🧡