ষড়ঋতুর এই আবহমান বাংলার আনাচে-কানাচে আগে শোনা যেত বাঁশির সুর। সেই বাঁশির সুরে বিরহিত হতে উদাস পথিক, কুলবধু! খুবই জনপ্রিয় একটি গান "আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে"! আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। বাঁশি বাজানো আমি কারো কাছ থেকে শিখি নাই। গ্রামের মেলা থেকে একটা বাঁশি কিনে সেই কবে শুরু করেছিলাম! সেখান থেকে একটু আধটু বাজাতে শেখা। আশা করছি আপনাদের ভালো লাগবে।