চর্যাপদ

Опубликовано: 18 Июль 2021
на канале: PD Academy
694
24

চর্যাপদ হল বাংলা সাহিত্যের আদি ও প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের ‘চর্যা’ শব্দের অর্থ আচরণ। বৌদ্ধ ধর্মের সহজানপন্থীদেরকে মূলত সহজিয়া বলা হয়। আর চর্যাপদ মূলত এই বৌদ্ধ সহজিয়াদের দ্বারা রচিত সাধন সংগীত বা গানের সংকলন। এটি রচনার মূল উদ্দেশ্য ধর্ম চর্চা। বৌদ্ধ ধর্মের নিগুঢ় তত্ত্ব এখানে উপস্থাপন করা হয়েছে।
১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়েল লাইব্রেরী বা রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। আবিষ্কৃত পুঁথিতে চর্যা-পদাবলির যে নাম পাওয়া যায় সেটি হল 'চর্যাচর্যবিনিশ্চয়'। হরপ্রসাদ শাস্ত্রী তাঁর সম্পাদিত গ্রন্থে এই নামটিই ব্যবহার করেছেন, সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেও অভিহিত হয়ে থাকে।
চর্যাপদ -শিরোনামের আজকের এই ভিডিওতে আমরা চর্যাপদ, চর্যাপদের আবিষ্কার, নামকরণ, চর্যাপদের ভাষা ও ছন্দ, চর্যাপদের পদ ও চর্যাপদের পদসংখ্যাসহ বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটি দেখার পরে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চর্যাপদ হতে আসা সকল প্রশ্নের উত্তর করতে আর কোনদিন ভুল হবে না।
সকলের জন্য শুভকামনা…….

চর্যাপদ, charjapad,chorjapod,charyapada,charjapod,চর্যাচর্যবিনিশ্চয় যাই বলি কেন এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। কাআ তরুবর পঞ্চ বি ডাল হল চর্যাপদের প্রথম পদের প্রথম চরণ, যার রচয়িতা হলেন আদি কবি লুইপা। বিসিএস বাংলা (bcs bangla) সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা সাহিত্য (bengali literature,bangla sahitya) অংশে চর্যাপদ থেকে সবসময় প্রশ্ন থাকে।

অনার্স পড়ুয়া ছাত্র-ছাত্রীদের Job Preparation Guideline, Video link--
   • Job Preparation in Bangladesh 2021 আগে থেক...  

সমাস : বাংলা ব্যাকরণ । সহজ ভাষায়, Video link
   • বাংলা ব্যাকরণ সমাস ( Somas)  

Noun & its Classification সহজ ভাষায়, Video link
   • Noun in Bengali