ঝাড়গ্রাম ভ্রমণে চিল্কীগড় খোয়াবগাঁ চিড়িয়াখানা Jhargram Tour Guide Video | Jhargram Package Tour

Опубликовано: 02 Август 2024
на канале: Pranab Traveller's
302
17

2 Night 3 Days প্যাকেজ ট্যুরে ঝাড়গ্রাম ভ্রমণ || Jhargram Tour Guide Video || Jhargram Package Tour | Chilkigarh Rajbari | Kanakdurga Temple | Dulung River | Jhargram Tribal Museum | Jhargram Deer 🦌 Park | Jhargram Rajbari | Khoabgao

💚 প্রথম দিনের ভ্রমণ ভিডিও লিঙ্ক :- (তপোবন, রামেশ্বর ও গোপীবল্লভপুর)
   • ঝাড়গ্রামের অফবিট ভ্রমণ | Tapoban Val...  

💜 দ্বিতীয় দিনের ভ্রমণ ভিডিও লিঙ্ক :- (সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট)
   • Simlipal Tiger Resurve Tour Guide 202...  

💙 তৃতীয় দিনের ভ্রমণ ভিডিও লিঙ্ক :- (চিল্কীগড় ও ঝাড়গ্রাম সার্কিট)
   • ঝাড়গ্রাম ভ্রমণে চিল্কীগড় খোয়াবগাঁ ...  
=====================================

🙏 জঙ্গলকন্যা ট্যুরস্ এন্ড ট্রাভেলস 🙏
Mobile Number 📱 - 9641937200

🧡|| ৩ রাত ৪ দিনের দুর্দান্ত ভ্রমণ প্লান ||💚
===============================

❤️ প্রথম দিনের ভ্রমণ প্লান:-
(নয়াগ্রাম ও গোপীবল্লভপুর সার্কিট ভ্রমণ)

সকাল ৮.৩০ থেকে ৯.০০ টার মধ্যে খড়্গপুর স্টেশন থেকে পিক আপ।
প্রথম দিন সাইট সিইং এ থাকছে...
১. মোঘল আমলের সময়ের মাকড়া পাথরের তৈরি এক প্রাচীন "কুরুমবেড়া ফোর্ট",
২. "সুবর্ণরেখা" নদীতে নৌকা ⛵ বিহার ও জঙ্গলকন্যা উদ্যানের সৌন্দর্য উপভোগ,
৩. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম "জঙ্গলকন্যা সেতু" দর্শন,
৪. জঙ্গলে ঘেরা জাগ্রত বাবা কালুয়াষাঁড় পীঠস্থান দর্শন,
৫. সুবর্ণরেখা নদীর তীরে, জঙ্গলের ধারে, উঁচু টিলার উপর ৬০০ শত বৎসরের প্রাচীন রামেশ্বর মন্দির 🛕,
৬. গহীন অরণ্যের মাঝে তপোবন বাল্মিকী মুনির আশ্রম ও মা সীতার আঁতুড় ঘর, সীতা নালা, লব কুষের স্নান কুণ্ড... যেখান থেকে হলুদ জল ও কাজল জল বেরোয়, আটোজিও কূপ, তিলকমাটির ঢিবি, তপোবন ড্যাম,
(রাত্রিবাস - রামেশ্বর)

💛 দ্বিতীয় দিনের ভ্রমণ প্লান:-
(চিল্কীগড় ও ঝাড়গ্রাম সার্কিট ভ্রমণ)

১. কুঠীঘাট রামকৃষ্ণ মিশন আশ্রম,
২. প্রাচীন চিল্কীগড় রাজবাড়ী,
৩. চিল্কীগড় কণকদূর্গা মন্দির দর্শন,
৪. কণক অরণ্য ও ডুলুং নদীর সৌন্দর্য উপভোগ,
৫. ঝাড়গ্রাম বাঁদরভোলা ট্রাইবাল মিউজিয়াম,
৬. ঝাড়গ্রাম চিড়িয়াখানা ও জ্যুলোজিক্যাল গার্ডেনে বিভিন্ন পশু পাখির দেখা,
৭. রং তুলিতে আঁকা ছবির মতো ট্রাইবাল ভিলেন "খোয়াব গাঁ" দর্শন,
৮. ঐতিহাসিক ঝাড়গ্রাম রাজবাড়ী।
(রাত্রিবাস - গোপীবল্লভপুর)

💚 তৃতীয় দিনের ভ্রমণ প্লান:-
(হাতিবাড়ী ও বাংরিপোষী সার্কিট ভ্রমণ)

১. ৬০০ শত বৎসরের প্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দির,
২. চারিদিক জঙ্গলে ঘেরা বিশালাকায় ঝিল্লি পাখিরালয়ে ওয়াচ টাওয়ার থেকে ঝিলের পরিযায়ী পাখি দেখা,
৩. তিন রাজ্যের সঙ্গমস্থল (ঝাড়খণ্ড উড়িষ্যা ও বাংলা) মনোরম পরিবেশের মধ্যে হাতিবাড়ি ফরেস্ট ও সুবর্ণরেখা নদীর সৌন্দর্য উপভোগ,
৪. বাংরিপোষীর বাবনঘাটি পাহাড়ের উপর অবস্থিত মা দুয়ারসুনী মন্দির দর্শন,
৫. ঠাকুরানী পাহাড় ট্রেক ও গুহার মধ্যে দিয়ে হিলটপ থেকে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট ও বাংরিপোষী টাউনের সৌন্দর্য উপভোগ,
৬. প্রাচীন ডোকরা শিল্পের গ্রাম কুলিয়ানা দর্শন, এখানের থেকে বাড়ির জন্য সুভেনিয়ার কিনে নিয়ে যেতে পারেন,
৭. বারিপদা রাজবাড়ী দর্শন,
৮. বারিপদা জগন্নাথ মন্দির।
(রাত্রিবাস - সিমলিপাল)

🧡 চতুর্থ দিনের ভ্রমণ প্লান:-
(পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুর সার্কিট ভ্রমণ)

সকাল সকাল দ্বিতীয় দিনের সাইট সিইং এ বেরিয়ে পড়া...
১. সিমলিপাল অভয়ারণ্যের মধ্যেই সীতাকুণ্ড ওয়াটার ফল্সের দুর্দান্ত সৌন্দর্য উপভোগ, পাহাড়ে ট্রেক করলে পেয়ে যাবেন আরো অনেক গুলো ওয়াটার ফল্স,
২. সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মূল গেটে পার্মিট করে অভয়ারণ্যের ভেতরে লুলুং ও পাহাড়ী পলপলা নদীর সৌন্দর্য উপভোগ,
৩. প্রজাপতির দেশ দুর্দান্ত দেবকুণ্ড ওয়াটারফল্সের দুর্দান্ত সৌন্দর্য ও পাহাড়ের উপর মহামায়া মন্দির,
৪. ৩১১ খানা সিঁড়ি পেরিয়ে দেবগিরি পাহাড়ের উপর বাবা পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থান দর্শন, সাথে দুর্দান্ত ঝর্ণার ধারা উপভোগ,
৫. নীলগিরি পাহাড়, নীলগিরি রাজবাড়ী, নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন,
৬. বিখ্যাত ইমামী জগন্নাথ মন্দির দর্শন, যাকে অনেকেই বলে থাকেন দ্বিতীয় পুরী নামে,
৭. চাঁদিপুর সমুদ্র সৈকত দর্শন,
৮. চাঁদিপুর ফিসিং হারবার, যেখানে রয়েছে শয়ে শয়ে ফিসিং ট্রলার,
৯. ঐতিহাসিক বুড়িবালাম নদী যেখানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন বাঘা যতীন,
১০ চাঁদিপুর কৃষ্ণ মন্দির ও চিল্ড্রেন পার্ক।

🙏 সবশেষে আমাদের বাই বাই জানিয়ে বুক ভরা অক্সিজেন ও মন ভরা প্রশান্তি নিয়ে বালাসোর স্টেশন থেকে বাড়ির পথে,...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

❤️ প্যাকেজ জনপ্রতি -
২ রাত ৩ দিনের - ৭০০০/-
৩ রাত ৪ দিনের - ৯০০০/-
(বিঃ দ্রঃ - গাড়ি অনুপাতে ৭, ১৪, ২১ জনের জন্য প্যাকেজ। ৭ জনের কম হলে প্যাকেজের মূল্য বাড়বে)

💙 প্যাকেজের মধ্যে যা যা থাকছে:-
১. হোটেলের ডিলাক্স রুমে থাকা,
২. রুচি সম্পন্ন ৪ বেলা খাওয়া দাওয়া (ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্নেক্স, ডিনার, টি বিস্কিট সহ)
৩. চারচাকাতে প্রতিদিন অন্ততপক্ষে ৬ থেকে ৭ টি স্পট ঘোরা ফেরা সহ)
৪. এন্ট্রি টিকিট, পার্মিট, পার্কিং চার্জ, টোল ট্যাক্স, গাইড প্যাকেজের মধ্যেই।

Package Tour Contact :- Pranab Mahata - 9641937200