দূর্যোগ অ্যাপ | Durjog app | কিভাবে ডাউনলোড ও ব্যাবহার করবেন দেখুন।
YouTube: • দূর্যোগ অ্যাপ | Durjog app | Download and ...
Durjog app| Disaster Information and Response Support, System (DIRSS)
দূর্যোগ অ্যাপ এর মাধ্যমে বাংলাদেশ এর সাধারণ জনগণ দূর্যোগকালীন এবং দূর্যোগ পরবর্তী সমস্যার মোকাবেলা করতে পারবে। দূর্যোগ অ্যাপ ব্যবহার করে জনগন দ্রুত ও স্বল্প সময়ে যেকোন ধরনের সরকারী ও বেসরকারী সেবা পেতে পারে।
দূর্যোগ বা দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দূর্ঘটনা বিশেষ। এরফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দূর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে। তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তাণ্ডবলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে।
মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ী ধ্বংস, জমির ফসল নষ্ট হবার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সাংস্কৃতিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে।
আপনার আশে পাশে ঘটে যাওয়া যে কোন দূর্ঘটনার বা দূর্যোগের তথ্য সহজেই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নিম্নে দেওয়া লিংটি ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারেন
https://play.google.com/store/apps/de...