১০ টি বাংলা ডাইনীর ধাঁধা | কোন বাচ্চাটির মা ভুত | RIDDLES QUESTION | EMON SQUAD

Опубликовано: 20 Июнь 2019
на канале: Emon Squad
33,791,642
172k

কয়েকশো বছর আগে এক গ্রামে একটা যাদুর গাছ ছিলো, কেও যদি ওই গাছটি তে পানি ঢেলে গাছটির একটা ধাধার সঠিক উত্তর দিয়ে কোন জিনিস চাই গাছ তখন তার চাওয়া পুরন করে।
একদিন এক লোক ওই গছটির কাছে গেলো, আর বলতে লাগলো।

লোক - এই যাদুর গাছ আমাকে অনেক সোনা দাও।
গাছ - ঠিক আছে কিন্তু আমার ধাধার উত্তর টা তো দাও, বলো
১.
লোকটা সঠিক উত্তর টি দিয়ে দিলো,

এবং বলার সাথে সাথে লোকটির সামনে এক বস্তা সোনা চলে আসে, ওই লোকটা সোনা নিয়ে ওখান থেকে চলে যায়।

এভাবেই গ্রামের সব লোক গাছে পানি ঢেলে এবং গাছটির ধাধার উত্তর দিয়ে তদের যা ইচ্ছা সেটা ওই গাছের কাছে চাইতে থাকে ৷

লোক - যাদুর গাছ আমাকে এক বস্তা চাল দাও,
গছ - ঠিক আছে দাও তবে আমার ধাধার উত্তর বল 2.
লোকটা সঠিক উত্তর দিতেই তার সামনে এক বস্তা চাল চলে আসলো। লোকটা তখন অনেক খুশি হল, এমন সময় ওখানে থাকা আরেকজন লোক বল্লো,

বুড়ো - আরে আরে যাদুর গাছটা দেখি খুব কাজের,
ও যাদুর গাছ ভাই আমাকে একটা লাঠি দিবে গো বুড়ো হয়ে গেছি তো চলতে ফিরতে অনেক কস্ট হয়ে যায় একটা লাঠি হলে ভালোভাবে হাটতে চলতে পারতাম ।
গাছ - দিবনা ক্যানো সবাইকে যখন দিচ্ছি তোমাকেও দিবো তার আগে যে আমকে একটা ধাধার উত্তর দিতে হবে তাহলে বলো ৩.
লোকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলো, এবং তার সামনে একটি লাঠি চলে আসলো এটা লোকটা তখন অনেক খুশি হল ।

কিন্তু কয়েকদিন পর যাদুর কাছ টি বুড়া হয়ে গিয়েছিলো, আর এখন ওর যাদু খমতা অনেকটা কমে যেতে থাকে, এখন গাছটি কারো উপকার করতে পারছিল না । তারপর হলকি
মা - মা রুমকি যা মা যাদুর গাছের কাছে যা গিয়ে আমাদের অভাবের কথা বল, শুনেছি যাদুর গাছ মানুষকে অনেক কিছু দিয়ে উপকার করে থকে,।
মেয়ে - হ্যা মা আমি এক্ষুনি যায়,

তারপর মেয়েটি ওই ব্রিদ্ধ যাদুর গাছের কাছে চাইতে গেল কিন্তু তখন ত গাছটির আর যাদু শক্তি কাজ করছিল না,
মেয়ে - আমার অনেক খুদা লেগেছে আমাকে কিছু খেতে দেবে যাদুর গাছ,
গাছ - অবশ্যই কিন্তু তার আগে যে আমার ধাধার উত্তর দিতে হবে, তাহলে বল - 4
মেয়েটি সঠিক উত্তর টি দিয়ে দিলো, কিন্তু যাদুর গাছ তখন তাকে কিছুই দিতে পারলো না, কারন সে ব্রিদ্ধ হবার সাথে সাথে তার সব যাদুশক্তি হারিয়ে গেছে,

রুমকি তখন খালি হাতে অখান থেকে চলে গেলো,
এগুলা দেখে গাছটির অনেক কস্ট হতে লাগলো,
এবং গাছটি কাদতে লাগলো
গছ - এ এ এ এ লোক আমার ধাধার সঠিক উত্তর দিয়ে দিয়েও আমার কাছ থেকে কিছুই পাচ্ছে না আমি কিভাবে আবার সবার উপকার করবো ।
আমার একটু ও ভালো লাগেনা যে আমি লোকেদের ইচ্ছা পুরন করতে পারছিনা ।

এটা বলতে গাছটি কাদতে থাকে, এমন সময় ওখানে এক পরি আসে৷ এবং গাছকে বলে
পরি - কি হয়েছে যাদুর গাছ তুমি কাদছো ক্যানো,
গাছটি বলে।
গাছ - আমার সব যাদু শক্তি শেশ হয়ে গেছে আমি এখন কারো উপকার করতে পারছিনা, তুমি আমকে সাহায্যে করবে কি ।

পরি - হ্যা একটা উপায় আছে, এই জংগলের বাহিরে একটা চাঁদনী কুয়া আছে, যদি ওই কুয়ার পানি তোমার গায় ঢালা হয় তাহলে তুমি আবার আগের যোউবনে ফিরে যাবে ৷ কিন্তু ওখন থেকে পানি কিভাবে আনবে এটা তোমার ভাবতে হবে,
এটা বলে পরি ওখান থেকে চলে যায়, আর গছটি তখন অনেকটা উদাশ হয়ে পড়ে আর ভাবে আমি কিভাবে ওই কুয়ার কাছে যাবো এটা ভেবে সে আবার কাদতে থাকে ৷

যাদুর গাছটির কান্না সুন্তে পেয়ে একজন লোক গাছটির কাছে আসে এবং বলে
লোক - আরে কি হয়েছে যাদুর কাছ তুমি কাদছ ক্যানো, আমাকে বল আমি তোমাকে সাহায্য করবো
গাছ - এখান থেকে অনেক দূরে এক কুয়া আছে ওখান থেকে পানি এনে আমার শরিরে ডালতে হবে,
তাহলে আমার আবার সব যাদু শক্তি ফিরে আসবে ।

তারপর ওই লোকটা জংগলের বাহিরে থাকা ওই কুয়ার কাছে যেতে থাকে, চলতে চলতে সে ওই যাদুর কুয়া দেখতে পায়, ও যলদি ওখান থেকে পানি নিয়ে এসে আবার সেই গাছটির কাছে যায়, ওকে ধেকে গাছটি অনেক খুশি হলো।
গাছ - সুক্রিয়া বন্ধু তুমি আমার জন্য অনেক কস্ট করে পানি এনেছো এবার দ্রুত ওই পানি আমার গায়ে ঢেলে দাও।
লক - ঠিক আছে আমি এখুনি পানি ঢালছি।

লোকটা গছে গোড়ায় পানি ঢালতেই গাছটি আবার আগের মতো যাদু শক্তি ফিরে পায় ।
গাছটি তখন অনেক খুশি হয়ে যায়, এবং লোকটা কে একবস্তা সোনার মহর দিয়ে বলে।
গাছ - বন্ধু এই সোনার মহর তুমি নিয়ে যাও এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, আর হ্যা যাবার আগে আমার একটা ধাধার উত্তর দিয়ে যাও বল 5.
লোকটা সঠিক উত্তর টি দিয়ে ওখান থেকে খুশি মনে ফিরে গেলো,

কিছুদিন পর রুমকি আবার যাদুর গাছটির কাছে এলো এবার আর তাকে খালি হতে ফিরতে হয়নি তাকে অনেক কহাবার দিয়ে দিলো, আর সেগুলি নিয়ে রুমকি বাড়িতে চলে গেলো,

তারপর থেকে যাদুর গাছটি অনেক খুশি হয়ে থাক্ত
কারন তার যাদু শক্তি আবার ফিরে এসেছে এবং এখন সে সব মানুষের উপকার করতে পারবে ৷।


Welcome to "Emon Squad"

This channel is a kids-friendly 2D Animation channel.
with lots of Shots stories With IQ TEST RIDDLE etc.
I hope you are enjoying the videos.

Love to receive your comments and feedback .

Thanks for watching.

===========================

➤ Facebook page: https://bit.ly/2PrxANj