SHAHOSHIKA | সাহসিকা | Tanjin Tisha | Manoj | Mithila | Tarin | Deepto TV

Опубликовано: 01 Январь 1970
на канале: Deepto TV
6,873,309
85k

অভিনয়ে: তানজিন তিশা, মনোজ প্রামাণিক, তারিন ,আশীষ খন্দকার, মিথিলা
পরিচালনা: তানিম রহমান অংশু
চিত্রনাট্য: আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান
প্রযোজনা: কাজী মিডিয়া লিমিটেড

‘‌সাহসিকা‘‌
গল্প সংক্ষেপ

কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল... থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এল সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? টানটান উত্তেজনার এই টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা‘‌।

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছে তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। তানিম রহমান অংশু‘‌র পরিচালনায় এতে আরোও অভিনয় করছেন পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যরিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। এছাড়াও আসামী পক্ষের আইনজীবির চরিত্রে রয়েছেন মিথিলা। সাহসিকার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

#SHAHOSHIKA #DeeptoTV

** COPYRIGHT WARNING **
The copyright of this content is reserved solely by Kazi Media Limited. The unauthorized reproduction, redistribution, and/or re-upload of this copyrighted content is strictly prohibited and illegal. Legal action will be taken against those who violate the copyright of this content.