চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত।[১] খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। [২] এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত।আশা করি সবার দেখে ভালো লাগবে।আমাদের বাঁশখালী চা পাতা বাগান নিয়ে এটি করা। যেখানে ঘুড়তে গিয়ে আমরা বুনো হাতিও দেখেছি।কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন
tag:
vlog #banskhali #minivlog #tea_garden
#চা_বাগান #চা_পাতা #চা #পাহাড় #প্রকৃতি #প্রাকৃতিকসৌন্দর্য
ID:
fb id : / debanondeybu.deybu
insta : https://www.instagram.com/debanon_dey...